Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

 

 

কারো কারো মতে কিংবদমিত্ম রয়েছে যে শাহ জাকী নামে একজন পীর কুশিয়ারা নদীর তীরে আস্তানা স্থাপন করেন আর এ পীরের মোকামকে কেন্দ্র করে যে সাপ্তাহিক বাজার বসত তাই জকিগঞ্জ হিসেবে পরিচিতি লাভ করে । আর এ কিংবদন্তীর সাথে মিল রেখে জকিগঞ্জ নামের সাথে সাথে বাজারের পাশে পীরের স্মৃতি বহনকারী পীরেরখাল ও পীরেরচক গ্রাম গড়ে উঠেছে। আবার কারো কারো মতেগোলাম জকি মজুমদারের নাম অনুসারে জকিগঞ্জ এবং তার অপর ভাই করিম মজুমদারের নামানুসারে করিমগঞ্জের নামকরণ করা হয়েছে। জকি শব্দের অর্থ অশ্বারোহী, কোনো কোনো অর্থে জ্ঞানদাতা।