৩৬০আউলিয়ারপূন্য স্মৃতি বিজড়িত সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাwত্মক রাজধানী। ভু-প্রকৃতি এবং জলবায়ুগত দিক দিয়ে সিলেট বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা স্বতন্ত্র। এখানে বর্ষায় যেমন বৃষ্টিপাত হয় প্রচুর তেমনি শীতকালে ঠান্ডা পড়ে অনেক। হাওড়-বাওড়,পাহাড়-টিলা অধ্যুষিত সিলেটে রয়েছে ছোট-বড় বেশ কয়েকটি খরস্রোতা নদী। এর মধ্যে প্রধান দুটি নদী হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। আর সুরমা নদীর তীরে গড়ে উঠেছে সিলেট মহানগর। সিলেটের অধিবাসীরা নিজেদের ‘‘ সিলেটী ’’ বলে পরিচয় দিতে গর্ববোধ করে। এ অঞ্চলের মুখের ভাষাতে রয়েছে বেশ বৈচিত্র্য । অফিস-আদালতে শুদ্ধ বাংলা চালু থাকলেও লোকজন কথা বলে সিলেটের আঞ্চলিক ভাষায়। সিলেটের আঞ্চলিক ভাষা ‘‘ সিলেটি ভাষা ’’ নামে পরিচিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS