বিস্তারিত
ভারতের বরাক নদ বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে আমলসিদ নামক স্থানে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।এই সেই বরাক নদ যার উজানে ভারতের মনিপুর রাজ্যে টিপাই মুখ নামক স্থানে বাঁধ নির্মান করে জল বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে ভারত। সুরমা নদী আলসিদ হতে প্রবাহিত হয়ে সিলেট শহরের কুলঘেষে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে।