জকিগঞ্জউপজেলার পটভূমিঃ সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা বাংলাদেশের সর্ব উত্তর পূর্বাংশেল একটি অবহেলিত জনপদ।
২৭৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত জকিগঞ্জ উপজেলা ২৪°৫১' উত্তর অক্ষাংশ হতে ২৫°০০' উত্তর অক্ষাংশ এবং ৯২°১৩' পূর্ব দ্রাঘিমা হতে ৯২°৩০' পূ্র্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এ উপজেলার উত্তরে ভারতের কাছার জেলার কাটিগড়া জেলা ও বাংলাদেশের কানাইঘাট উপজেলা, দক্ষিণে ভারতের করিমগঞ্জ জেলার সদর ও বদরপুর থানা, পশ্চিমে বাংলাদেশের বিয়ানী বাজার উপজেলা।
জকিগঞ্জ নামকরণ: এ উপজেলার নামকরণ নিয়ে বেশ কিছু ভিন্ন মতপ্রচলিত আছে।
শাহ জাকী নামে একজন পীর কুশিয়ারা নদীর তীরে আস্তানা স্থাপন করেন। পীরের এই মোকামকে কেন্দ্র করে যে সাপ্তাহিক বাজার বসত তাহাই জকিগঞ্জ হিসাবে পরিচিত।
অন্য সূত্রে জানা যায় গোলাম জকি মজুমদার এর নাম অনুসারে জকিগঞ্জ এবং তার অপর ভাই করিম মজুমদারের নামানুসারে ভারতের করিমগঞ্জ শহরের নাম হয়েছিল। জকি অর্থ অশ্বারোহী, কোন অর্থ জ্ঞানদাতা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস