বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মার্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিম্নলিখিত নির্দেশনা অনুযায়ি কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো:
কর্মসূচী |
বিভাগ |
বিষয় |
মন্তব্য |
রচনা প্রতিযোগিতা: প্রতিযোগী নিজ হাতে রচনা লিখবে |
‘ক’ বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি |
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু |
৩০০ শব্দের মধ্যে হতে হবে |
‘খ’ বিভাগ: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি |
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু |
৫০০ শব্দের মধ্যে হতে হবে |
|
‘গ’ বিভাগ: ৯ম থেকে ১০ম শ্রেণি |
বঙ্গবন্ধু এবং রাষ্ট্র পুনর্গঠন |
৮০০ শব্দের মধ্যে হতে হবে |
|
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: মাধ্যম: জলরং/প্যাস্টেল কালার |
‘ক’ বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি |
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু |
দৈর্ঘ্য ১৬"(ষোল ইঞ্চি) এবং প্রস্থ ১১"(এগারো ইঞ্চি) কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে। |
‘খ’ বিভাগ: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি |
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু |
||
‘গ’ বিভাগ: ৯ম থেকে ১০ম শ্রেণি |
মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ |
||
‘ঘ’ বিভাগ: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু |
উন্মুক্ত |
২। প্রতিযোগিতার খাতার উপরের পৃষ্ঠায়/ আঁকা ছবির অপর পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতার নাম, মাতার নাম, বিদ্যালয়ের নাম, পাঠরত শ্রেণি ও মোবাইল নাম্বার লিখতে হবে। প্রধান শিক্ষক কর্তৃক স্কুল ও শ্রেণি প্রমাণের প্রত্যয়নপত্র সঙ্গে দিতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত খাতা/ছবি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
৩। উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকারী শিশুরা জেলা পর্যায়ে, জেলায় ১ম স্থান অধিকারী শিশুরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগে ১ম স্থান অধিকারী শিশুরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস