বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ২০২১ উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কিত চিত্রকর্ম/স্বহস্থে লিখিত রচনা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর ১ কপি রঙ্গিন ছবি ও জন্ম নিবন্ধন সনদপত্রের কপি/জাতীয় পরিচয়পত্রের কপি, মোবাইল ও ইমেইল নাম্বার(যদি থাকে) সংযুক্ত করে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ বুধবার বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ বরাবর সরাসরি অথবা unozakiganj123@gmail.com মেইলে বা 01730331040 মোবাইল নাম্বারের WhatsApp মাধ্যমে প্রেরণ করতে হবে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের পর প্রাপ্ত চিত্রাঙ্কন এর চিত্রকর্ম/স্বহস্থে লিখিত রচনা কোনভাবেই গ্রহণযোগ্য হবেনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস