সিলেট: সিলেটের জকিগঞ্জে হরতাল সমর্থনকারীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এতে ৮ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। তবে পুলিশ এটিকে উভয় দলের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানায়।
সোমবার দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
বিএনপি ও জামায়াত কার্যালয়ে হামলা চালিয়ে তাদের অফিস ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করে বিনেপি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জকিগঞ্জ শহরের মধ্যে পিকেটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগ নেতা ফারুকের নেতৃত্বে লাঠিশোঠাসহ অতর্কিত হামলা চালানো হয়।
এরপরেই বিএনপিপন্থী মালিকানার অন্তত ১৫টি দোকান ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এ ব্যাপরে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলানিউজকে জানান, উপজলো সদরের বাজারে উভয় দল হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল বের করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।
এদিকে আহতদের জকিগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২ এসএ/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর