দিন যতই গড়াচ্ছে কোভিড-১৯ সংক্রামন রোধে প্রশাসন আরো কঠোর হচ্ছে। বিনা প্রয়োজনে লোকজনকে বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে। লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে যাতে বের না হয় সেজন্য প্রশাসন কঠোর হচ্ছে বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিজন কুমার সিংহ। তিনি জানিয়েছেন ,ইতোমধ্যে জেলা-উপজেলার বিভিন্ন স্থানে বিকেল ৫টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব দোকান পাঠ এবং লোকজনের বাইরে অবস্থান বন্ধ করে দেয়া হয়েছে।
টানা লক ডাউনের প্রেক্ষিতে সাধারণ মানুষ যাতে সরকারি ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত না হয় এ জন্য কঠোর ভাবে মনিটর করার নির্দেশনা দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস