অত্র প্রতিষ্ঠানটি ১৯৯৫ ইং সালে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় ২০১৩ সালে সরকারি হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে ১জন শিক্ষক ৪জন শিক্ষিকা, ১জন দপ্তরী কর্মরত আছেন। বিদ্যালয়ে ১টি ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ২৫ শতক।
১ম | ৫১ জন |
২য় | ৩৩ জন |
৩য় | ২৫ জন |
৪র্থ | ২০ জন |
৫ম | ১৩ জন |
সর্বমোট | ১৪২ জন |
অল্প সময়ের মধ্যে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলা
জকিগঞ্জ উপজেলা থেকে ১০কি. মি. দুরে শরীফগঞ্জ বাজার, শরীফগঞ্জ বাজার থেকে ১.কি.মি দূরে আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস