১৯৫৭ ইং সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের উদ্দ্যেগে প্রতিষ্টিত হয়। পরবর্তীতেবিঞ্চান, মানবিক, ও বানিজ্য, কৃষি, কম্পিউটার, ইত্যাদি বিষয়ে অনুমোদন লাভ করা হয়।
০১/০১/১৯৫৭ ইংরেজী, এম, পিও ভুক্ত ১৯৮৪ ইংরেজী, শিক্ষক ১৩ জন, শিক্ষিকা ২ জন, অফিস সহকারী ২ জন, দপ্তরী ১ জন, নৈশ প্রহরী ১ জন, ভবন ৪ টি, ভূমির পরিমাণ ৩২৮ শতক, ইছামতি উচ্চ বিদ্যালয়, ডাকঘর- ইছামতি (৩১৯১) উপজেলা- জকিগঞ্জ, জেলা- সিলেট।
১৯৫৭ ইং সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের উদ্দ্যেগে প্রতিষ্টিত হয়। পরবর্তীতে বিজ্ঞান, মানবিক, ও বানিজ্য, কৃষি, কম্পিউটার, ইত্যাদি বিষয়ে অনুমোদন লাভ করা হয়।
০১/০১/১৯৫৭ ইংরেজী সনে এটি স্থাপন হয়, এবং এম, পিও ভুক্ত করণ করা হয় ১৯৮৪ ইংরেজী সনে। এই স্কুলের মোট শিক্ষক ১৩ জন,মহিলা শিক্ষিকা ২ জন, অফিস সহকারী ২ জন, দপ্তরী ১ জন, নৈশ প্রহরী ১ জন, ভবন ৪ টি, ভূমির পরিমাণ ৩২৮ শতক, ইছামতি উচ্চ বিদ্যালয়, ডাকঘর- ইছামতি (৩১৯১) উপজেলা- জকিগঞ্জ, জেলা- সিলেট।
অত্র এলাকার শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরির্বতন এসেছে। অগনিত শিক্ষার্থী দেশ-বিদেশে গুরুত্বপূর্ন পদে প্রতিষ্টিত থাকিয়া দেশের সেবা করিয়া আসছে।
৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের এর পশ্চিম পার্শে অবস্তিত, এখানে পায়ে হটে আসা যাওয়া করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস