অত্র প্রতিষ্ঠানটি ১৯৮০ইং প্রতিষ্ঠিত এবং ১৯৮০ সালে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় বিদ্যালয়টি সরকারি করন করা হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত। এই বিদ্যালয়ে ৩জন শিক্ষক ৭জন শিক্ষিকা, ১জন নৈশ্য প্রহরী কর্মরত আছেন। বিদ্যালয়ে ১টি দ্বিতলা ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ৩২ শতক।
শিশু শ্রেনী | ৩০ জন |
১ম | ৭৫ জন |
২য় | ৬০ জন |
৩য় | ৬৫ জন |
৪র্থ | ৮২ জন |
৫ম | ৬৫ জন |
মোট | ৩৭৭ জন |
নতুন কমিটি গঠনের কার্যক্রম চলিতেছে।
৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষা
২০০৯ সালে ১০০%
২০১০ সালে ৯৬%
২০১১ সালে ১০০%
২০১২ সালে ১০০%
২০১৩ সালে ১০০%
প্রতিষ্ঠানের অর্জন: বঙ্গবন্ধু টুনার্মেন্ট ২০১০ সণে ইউনিয়ন পর্যায়ে রানাস আপ, বঙ্গমাতা টুর্নামেন্ট ২০১১ সনে ইউনিয়ন চ্যাম্পিয়ন ও উপজেলা পর্যায়ে ২টি খেলায় বিজয়ী হয়েছে।
২০১২ সনে বঙ্গমাতা টুর্নামেন্ট ইউনিয়ন চ্যাম্পিয়ন ও উপজেলা রানার্স আপ অর্জন করেছে। ২০১৩ সনে বঙ্গমাতা টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন ও জেলা পর্যায়ে ১টি খেলায় বিজয় অর্জন করেছে।
নন্যূতম সময়ের মধ্যে একটি মানসম্মত ও আদর্শ স্কুল গড়ে তোলা
উপজেলা সদর থেকে বিদ্যালয়টি ৭কি. মি দূরে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস