অত্র প্রতিষ্ঠানটি ১৯৫০ ইং সালে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় ১৯৭৩ সালে সরকারি হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত। এই বিদ্যালয়ে ৩জন শিক্ষক কর্মরত আছেন। বিদ্যালয়ে ১টি তলা ১টি দ্বিতলা ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ২৮ শতক।
বিদ্যালয়টি ১৯৫০ ইং সালে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় গ্রামের উত্তর পার্শ্বে বাবু কুলো রাম বিশ্বাসের দানকৃত ১২ শতক ভূমিতে ফি প্রাইমারী বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়্ স্বাধীনতার পর পরই ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি করণ। ১৯৮৩ সালে বিদ্যালয়টি স্থানান্থর করে গ্রামের পুর্ব পার্শ্বে তথা কালী মন্দিরের পশ্চিম আবর্তে বাবু সঞ্জেশ্বর বিশ্বাস, বাবু রামেশ্বর বিশ্বাস ও বাবু সাধন বিশ্বাসের দানকৃত ২৮ শতক ভূমিতে পূণ: নির্মাণ করা হয়।
১ম | ৩০ জন |
২য় | ২০ জন |
৩য় | ২৪ জন |
৪র্থ | ২৬ জন |
৫ম | ১৬ জন |
মোট | ১১৫ জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
নাম | পদবী |
চন্দ্র মনি বিশ্বাস | সভাপতি |
সুলতানা রাবিয়া আক্তার | সহসভাপতি |
সুরমা রানী সরকার | সচিব |
ভাগ্যেশ্বর বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি |
মন্টু রাম বিশ্বাস | মহিলা সদস্যা |
হাছনা বেগম | অভিভাবক/সদস্য |
অজ্ঞনা রানী বিশ্বাস | অভিভাবক/সদস্য |
মো: মস্তকিম আলী | অভিভাবক/সদস্য |
সন্ধ্যা রানী সরকার | অভিভাবক/সদস্য |
কানাই বন্ধ নাগ | অভিভাবক/সদস্য |
হৃদয় রঞ্জন বিশ্বাস | ইউপি প্রতিনিধি/সদস্য |
সন | পাশের হার |
২০০৯ | ৭৭% |
২০১০ | ৬৮% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর থেকে অসামান্য সফলতা অর্জর করে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাধিক রাজনীতিবিদ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেছেন।
অল্প সময়ের মধ্যে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলা
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুরমা রানী সরকার, মোবা: ০১৭২৫৬১৪৬৭৮ ও সহকারী শিক্ষক ভাগ্যেশ্বর বিশ্বাস: ০১৭২০৩৭৮১৩০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস