অত্র বিদ্যালয়টি ২০০৮ খ্রী: সালে । এবং ঐ সালেই পাঠদানের স্বীকৃতি পায়। ২০১১ সালে বিদ্যালটি ৫বছরের জন্য একাডেমিক স্বীকৃতি পায়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নে অবস্তিত। এই বিদ্যালয়ে ৩জন শিক্ষক ৪জন শিক্ষিকা ১জন অফিস সহকারী ও ১জন দপ্তরী কর্মরত আছেন। বিদ্যালয়ে ২টি টিনসেড ভবন ও খেলার মাঠসহ মোট ভুমির পরিমান ১৫২শতক।
এই এলাকার কৃতি সন্তান ব্রিগেডিয়ার (অব:) এম আর মজুমদারের প্রচেষ্টায় ২০০৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | মন্তব্য |
৬ষ্ট | ১৬ | ২৬ | ৪২ |
|
৭ম | ১৫ | ২৫ | ৪০ |
|
৮ম | ১৪ | ২২ | ৩৬ |
|
বিগত ০৬/০৩/২০১২ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ২৮/০৩/২০১২ ইং তারিখ হতে ১২ সদস্য বিশিষ্ট একটি ম্যানেজিং কমিটি তাহারদের দায়িত্ব ভার গ্রহন করেন।
জে এস সি পরীক্ষর ফলাফলাঃ
সন | পরীক্ষা | পাশের হার |
২০১০ | জে এস সি | ৩৮.২% |
২০১১ | জে এস সি | ৫৯.৫% |
২০১২ | জে এস সি | ৭৩.৩% |
২০১৩ | জে এস সি | ৭১% |
বিদ্যালয়ের ছাত্র বা বিভিন্ন উপজেলা আন্ত: স্কুল প্রতিযোগীতায় অংশ নিয়েছে।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হওয়ার প্রচেষ্টা।
বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকুরী ইউনিয়নের পশ্চিম পাশে অবস্তিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস