অত্র বিদ্যালয়টি ১৯৭২ইং সনে এলাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৮১ইং সনে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়ে ২জন শিক্ষকা ও ২শিক্ষিকাসহ মোট ৪জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন। এই বিদ্যালয়ে সেমিপাকা ২কক্ষ ভবন ১টি ১তলা ১টি পাকা ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ৩২ শতক।
অত্র বিদ্যালয়টি ১৯৭২ইং সনে এলাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৮১ইং সনে জাতীয়করণ করা হয়। ১৯৮৫ সালে বিদ্যালয়ে একটি সেমিপাকা ও ১টি ভবন প্রাপ্ত হয়। বর্তমানে ১তলা ১টি একটি ভবন নির্মাণাধীন আবস্থা আছে।
শিশু শ্রেনী | ৩৬ জন |
১ম | ৩৩ জন |
২য় | ২৭ জন |
৩য় | ২৩ জন |
৪র্থ | ২৭ জন |
৫ম | ১৯ জন |
মোট | ১৫৫ জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
নাম | পদবী |
সভাপতি | |
সহসভাপতি | |
সচিব | |
শিক্ষক প্রতিনিধি | |
মহিলা সদস্যা | |
অভিভাবক/সদস্য | |
অভিভাবক/সদস্য | |
অভিভাবক/সদস্য | |
অভিভাবক/সদস্য | |
মেধাবী ছাত্র অভিভাবক/সদস্য | |
মাধ্যমিক প্রতিনিধি/সদস্য | |
আব্দুল মন্নান | ইউপি প্রতিনিধি/সদস্য |
জকিগঞ্জ উপজেলা থেকে প্রায় ৮ কি. মি. দূরে বাবুর বাজার অবস্থিত। বাবুর বাজার হতে ১ কি. মি. ঘেচুয়া রাস্তা দিয়ে এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস