অত্র বিদ্যালয়টি ১৯৪৮ইং সনে এলাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৭৩ইং সনে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে দ্বিতলা ভবন ও একটি টেনসেড ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ৪৮ শতক।
বিদ্যালয়টি যে এলাকায় অবস্থিত সেই মৌজার নাম এলাহাবাদ। এলাহাবাদ মৌজার একটি গ্রামের নাম ইলাবাজ। বিদ্যালয়টি ইলাবাজ গ্রামে অবস্থিত হওয়ার কারণে সেই গ্রামের নামানুসারে বিদ্যালয়ের নামকরণ হয়েছে ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১ম | ৫৩ |
২য় | ৬১ |
৩য় | ৬৬ |
৪র্থ | ৫৮ |
৫ম | ৪৪ |
শিশু | ৩০ |
মোট | ৩১২ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
নাম | পদবী |
জনাব আব্দুল বাইছ | সভাপতি |
মো: আব্দুল আহাদ | সহসভাপতি |
এইচ.এম কামরুজ্জামান | সচিব |
খাদিজা বেগম | শিক্ষক প্রতিনিধি |
হোসনে আরা খানম | মহিলা সদস্যা |
মো: ছয়ফুল আলম | অভিভাবক/সদস্য |
আব্দুল খালিক | অভিভাবক/সদস্য |
জাছমিন আক্তার | অভিভাবক/সদস্য |
আফিয়া বেগম | অভিভাবক/সদস্য |
মো: আব্দুস শহীদ | মেধাবী ছাত্র অভিভাবক/সদস্য |
মো: আব্দুস ছাত্তার | মাধ্যমিক প্রতিনিধি/সদস্য |
মো: আব্দুল খালিক | ইউপি প্রতিনিধি/সদস্য |
৯৫% গড়ে
প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর থেকে অসামান্য সফলতা অর্জর করে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাধিক রাজনীতিবিদ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেছেন।
অল্প সময়ের মধ্যে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলা
সিলেট জেলা জকিগঞ্জ উপজেলা, জকিগঞ্জ উপজেলা হতে থানাবাজার হতে ১০ গজ সামনে ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস