অত্র বিদ্যালয়টি ১৯৭২ইং সনে এলাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৭৩ইং সনে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে পাকা ভবন ও একটি সেমিপাকা ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ৫৪ শতক।
বিদ্যালয়টি প্রাথমিক ভাবে গোয়াবাড়ী গ্রামের মরহুম আব্দুল লতিফ সাহেবের বাংলা ঘরে অস্থায়ী ভাবে শুরু হয়েছিল। পরবর্তীতে এলাকাবাসীর দানকৃত ৫০ শতক ভূমিতে একটি কাচা ঘরে স্থানান্তরিত হয়। পাঠদান কার্যক্রম চলে। ১৯৮৫ সালে আইডিয়াল প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে একটি সেমি পাকা ভবন নির্মাণ হয়। শুরু থেকে বিদ্যালয়টি ৪জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছিল। বিদ্যালয়ে প্রথম প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান।
১ম | ৫৬ |
২য় | ৩৩ |
৩য় | ৫৫ |
৪র্থ | ৫৭ |
৫ম | ৪৪ |
মোট | ২৪৫ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
নাম | পদবী |
মো: রফিকুল ইসলাম | সভাপতি |
কাসিম আলী | সহসভাপতি |
পুতুল রায় | সচিব |
মো: আব্দুল খালিক | শিক্ষক প্রতিনিধি |
রাছনা বেগম | মহিলা সদস্যা |
টেমু মিয়া | অভিভাবক/সদস্য |
সাজেদা আক্তার নার্গিস | অভিভাবক/সদস্য |
জাহানারা বেগম | অভিভাবক/সদস্য |
জাহেদা বেগম | অভিভাবক/সদস্য |
উবায়েদ উল্লাহ ভূঞ্জা | মেধাবী ছাত্র অভিভাবক/সদস্য |
মোস্তাফা কামাল | ইউপি সদস্য |
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল
সাল | পরীক্ষয় অংশ গ্রহণকারীর সংখ্যা | উত্তির্ণ সংখ্যা | পাশের হার | |
২০১৩ | ৪০ | ৪০ | ১০০% | |
২০১২ | ২৭ | ২৭ | ১০০% | |
২০১১ | ২৬ | ২৬ | ১০০% | |
২০১০ | ১৩ | ১৩ | ১০০% | |
২০০৯ | ১১ | ১১ | ১০০ |
প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর থেকে অসামান্য সফলতা অর্জর করে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাধিক রাজনীতিবিদ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেছেন।
অল্প সময়ের মধ্যে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলা
সিলেট হতে জকিগঞ্জ উপজেলা, জকিগঞ্জ উপজেলা হতে ১১ কি.মি. দূরে গঙ্গাজল বাজার, গঙ্গাজল বাজার হতে ১কি. মি. দূরে শিমুলতলা গোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস