অত্র বিদ্যালয়টি ১৯৩৮ইং সনে এলাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে একটি পাকা ভবন ও একটি টেনসেড ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ৪০ শতক।
অত্র বিদ্যালয়টি ১৯৩৮ইং সনে এলাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে একটি পাকা ভবন ও একটি টেনসেড ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ৪০ শতক।
১ম | ৩০ |
২য় | ২০ |
৩য় | ৪০ |
৪র্থ | ৩০ |
৫ম | ২২ |
মোট | ১৭৫ |
জনাব মাহমুদুর রহমান | সভাপতি |
নোমান উর রশিদ | সহ সভাপতি |
আব্দুল মালিক | সদস্য সচিব |
হালিমা বেগম | সদস্য |
তছদ্দর আলী | সদস্য |
নূরুন্নাহার | সদস্য |
মাহবুবুর রহমান | সদস্য |
আব্দুল মুকিত | সদস্য |
সাহিদা বেগম | সদস্য |
শিফা বেগম | সদস্য |
শাহিন আহমদ | সদস্য |
সিরাজুল ইসলাম | সদস্য |
প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর থেকে অসামান্য সফলতা অর্জর করে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাধিক রাজনীতিবিদ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেছেন।
অল্প সময়ের মধ্যে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলা
সিলেট জেলা জকিগঞ্জ উপজেলা, জকিগঞ্জ উপজেলা বাবুর বাজার নামক স্থানে ঘেচুয়া রাস্তা দিয়ে ১ কি. মি. দূরে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস