অত্র প্রতিষ্ঠানটি ১৯৫৬ ইং সালে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় ১৯৭৩ সালে সরকারি হয়। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা অন্তর্গত ৬নং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে ৬জন শিক্ষক ২জন দপ্তরী কর্মরত আছেন। বিদ্যালয়ে ১টি টিনসেট এবং ১টি পাকা ভবন ও খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ২৭ শতক।
বিদ্যালয়ের ইতিহাস অত্যন্ত উজ্জল। প্রতিষ্ঠার পর থেকে ভাল ফলাফল করে আসছে। প্রতিটি সমাপনী পরীক্ষায় র A+ ও ট্যলেন্ট বৃত্তি সহ ১০০% পাশ করে আসছে। বিদ্যালয়টি জেলার শ্রেষ্ট বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছিল।
শিশু শ্রেনী | ৩০ জন |
১ম | ৪০ জন |
২য় | ৫০ জন |
৩য় | ৬৬ জন |
৪র্থ | ৫২ জন |
৫ম | ৪৩ জন |
মোট | ২৮১ জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
নাম | পদবী |
আছদ্দর আলী | সভাপতি |
আজিজুর রহমান | সহসভাপতি |
ফারুক আল ফয়ছল | সচিব |
আক্তার জাহান | শিক্ষক প্রতিনিধি |
রওশনারা পারভীন | মহিলা সদস্যা |
জোসনা বেগম | অভিভাবক/সদস্য |
হোসনারা পারভীন | অভিভাবক/সদস্য |
আব্দুল হান্নান | অভিভাবক/সদস্য |
বুশরা বেগম | অভিভাবক/সদস্য |
দেলওয়ার হোসেন | মেধাবী ছাত্র অভিভাবক/সদস্য |
মোস্তফা কামাল | ইউপি প্রতিনিধি/সদস্য |
জকিগঞ্জ উপজেলা থেকে ৯ কি.মি দূরে গঙ্গাজল বাজার অবস্থিত। পার্শ্বে গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস