Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জকিগঞ্জ উপজেলার পটভূমি

১৯৪৭ সালের পূর্বে জকিগঞ্জ বলতে শুধূ বর্তমান জকিগঞ্জ বাজারই বুঝায়। জকিগঞ্জ নামে আলাদা কোন প্রশাসনিক ইউনিট ছিলনা। বর্তমান জকিগঞ্জ উপজেলা ভারতের করিমগঞ্জ সদর থানার অন্তরভূক্ত ছিল। ১৯৪৭ সনের দেশ বিভাগের সময় করিমগঞ্জ থানার যে সকল অঞ্চল তথকালিন পূর্ব পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশ অংশে এসেছিল তাই জকিগঞ্জ থানা নামরকন হয়েছিল। পরবর্তিতে ০১/০৮/১৯৮৩ইংরেজী তারিখে জকিগঞ্জ থানা প্রশাসনিক উপজেলায় উন্নীত হয়।